একটি Application দিয়ে অনেক গুলো application লেখার নিয়ম

0

  বিসমিল্লাহির রহমানির রহিম


অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।
eshoporibd.xyz eshoporibdএকটি Application দিয়ে অনেক গুলো application লেখার নিয়ম


আসসালামু আলাইকুম। আজ আমরা শিখবো একটি Application শিখে অনেক গুলো Application লেখার নিয়ম। 


যেসব Application বা Formal Letters গুলো লিখতে পারবেনঃ
  1. Application for a full free-studentship.
  2. Application for leave of absence.
  3. Application for one day's holiday.
  4. Application for Transfel certificate.
  5. Application for early leave. 

নিজের Application টি অর্থসহ বুঝে মুখস্থ করতে হবে।

15 September, 2020

The Headmaster,

Rajshahi Govt. High School,

Rajshahi.

Sub: Application for a....................এখানে আবেদন পত্রের বিষয় দিবে যেমন full free-studentship.

Sir,

With due respect, i beg to state that i am a student of class........"এখানে তোমার শ্রেণি লিখবে" of your school.................................................................এখানে আবেদন পত্রের বিষয় সম্পর্কে কিছু লিখবে।  কি চাও ও কেন চাও? যেমন কেন বিনাবেতনে পড়তে চাচ্ছো বা কেন ছাড়পত্র চাচ্ছো।  ......................... ......................... ......................... 

I, therefore, pray and hope that you would kindly grand me a ...............আবেদন পত্রের বিষয় যেমন full free-studentship......... and oblige thereby.


Yours obediently,

এখানে তোমার নাম দিবে,

Class Vi,  Section -A

Roll No.  01.


আবেদন পত্রটির বাংলা অর্থ:

১৫ সেপ্টেম্বর, ২০২০

বরাবর,

প্রধান শিক্ষক,

তোমার স্কুলের নাম

তোমার স্কুলের ঠিকানা।

বিষয় :..........জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সন্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের......শ্রেণির ছাত্র।.......এখানে আবেদন পত্রের বিষয় সম্পর্কে কিছু লিখবে। যেমন কেন বিনাবেতনে পড়তে চাচ্ছো বা কেন ছাড়পত্র চাচ্ছো। 

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই,  অনুগ্রহপূর্বক আমাকে ...... এখানে আবেদন পত্রের বিষয় লিখবে দিয়ে বাধিত করবেন।


আপনার বাধ্যগত,

তোমার নাম,

শ্রেণি... রোল

সেকশন, 

এভাবে Application টি লিখলে এমন হবে:

15 September, 2020

The Headmaster,

Rajshahi Govt. High School,

Rajshahi.

Sub: Application for a full free-studentship.

Sir,

With due respect, i beg to state that i am a student of class.....Six of your school. My father is a poor farmer. Now, he is unable to bear my educational expenses any longer.

I, therefore, pray and hope that you would kindly grand me a full free-studentship and oblige thereby.


Yours obediently,

Name

Class Vi,  Section -A

Roll No.  01.

আবেদন পত্রটির বাংলা অর্থ:

১৫ সেপ্টেম্বর, ২০২০

বরাবর,

প্রধান শিক্ষক,

তোমার স্কুলের নাম

তোমার স্কুলের ঠিকানা।

বিষয় :  বিনাবেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সন্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের......শ্রেণির ছাত্র।.......আমার বাবা একজন দরিদ্র কৃষক। এখন তিনি আমার শিক্ষার ব্যয়ভার বহন করতে অসমর্থ।

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই,  অনুগ্রহপূর্বক আমাকে ...... বিনাবেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে বাধিত করবেন।


আপনার বাধ্যগত,

তোমার নাম,

শ্রেণি... রোল

সেকশন, 


তোমরা যা গুগলে সার্চ করেছো:

একটি application দিয়ে অনেক pdf

Application লেখার নিয়ম

আবেদন পত্র লেখার নিয়ম

এভাবে আপনি আপনার পাঠ বইয়ে থাকা  application গুলো সহজে পড়ে ফেলতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। 


Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top