বিসমিল্লাহির রহমানির রহিম
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি সময় পাওয়া যায় মাত্র তিন মাস।এই তিন মাস সময়ে যে ভুল গুলো একদম করা যাবে না তা হলো :-
যে ভুল গুলো সাধারনত হয়ে থাকে
👉১.প্রতিদিনের পড়া, প্রতিদিন না করা৷৷৷ :-
প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে।সেই পড়া করতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাও শেষ করতেই হবে।
২.বইয়ের লাইন টু লাইন না পড়া :-
কোচিংয়ের টিচারের দাগানো লাইন ছাড়াও পুরো বই সম্পর্কে ধারনা থাকতে হবে।
৩.রিভিশন না করা :-
যত রিভিশন, তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা। যে টপিক শেষ হয়েছে, সেইটা পরেরদিন এবং ৭ দিন পর আবার পড়া
Tags:
University Admission