How to speak english in airport || কীভাবে এয়ারপোর্টে ইংরেজিতে কথা বলবেন

0




Airport Conversations








আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় এইবার ও আপনাদের জন্য নিয়ে আসছি স্পোকেন ইংলিশ কোর্স। আজকে থাকছে আপনারা কিভাবে Airport এর মধ্যে ইংরেজিতে কথা বলবেন।




➢ আমি আমার ফ্লাইট নিশ্চিত করতে চাচ্ছি
I would like to confirm my flight

➢ আমি কি আপনার টিকেট নাম্বারটি পেতে পারি?
Can I get your ticket number?

➢ আপনার সাথে অন্য কেউ ভ্রমন করছেন?
Is anybody else traveling with you?

➢ আপনার টিকেট নিশ্চিত হয়েছে
Your tickets have been confirmed

➢ দয়া করে আপনার ফ্লাইট ছাড়ার ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে আসবেন
Please arrive at the airport 3 hours before your flight departs

➢ আপনি কি এখন আপনার আসন সংরক্ষণ করতে চান?
Would you like to book your seats now?

➢ আপনি কি জানালার পাশের অথবা মধ্যবর্তী পথের সাথের আসন চান?
Would you like a window seat or an aisle seat?

➢ আপনার টিকেট নাম্বার কতো?

What is your ticket number?

➢ আমার জুনের ১৫ তারিখে যাওয়ার কথা। আমি কি এটি পরবর্তী কোনো দিনে স্থানান্তর করতে পারবো?
I am scheduled to depart on June 15th. Can I change this to a later date?

➢ আমি জানতে চাচ্ছিলাম আগের (নির্দিষ্ট ফ্লাইটের আগের) কোনো ফ্লাইটে যাওয়া যাবে কিনা?
I would like to see if there is an earlier flight available.

➢ আপনি কোন দিনটিতে বিমানে যেতে চাচ্ছেন?
What date would you like to depart?

➢ আপনি কোন দিনটির সাথে পরিবর্তন করতে চাচ্ছেন (বর্তমান ফ্লাইটের দিন)?
What date would you like to change it to?

➢ আপনি কখন যেতে চান?
When do you want to depart?

➢ আমি জুনের ২২ তারিখে যেতে চাই
I would like to leave on June 22nd

➢ আপনি কি একটু দেখবেন জুনের ২২ তারিখে যাওয়া সম্ভব কিনা?
Can you check if June 22nd is possible?

➢ জুনের ২২ তারিখে যাওয়া যাবে?
Is June 22nd available?

➢ দুঃখিত, আমাদের জুনের ২২ তারিখে যাওয়ার জন্য কোনো আসন খালি নেই।
I'm sorry, but we do not have any available seats on the 22nd.

➢ আমি কি আপানাকে ওয়েটিং লিস্টে রাখবো?
Should I put you on the waiting list?

➢ আপনার সাথে কি আজকে অন্য কেউ ভ্রমন করছেন?
Is anybody traveling with you today?

➢ শুধুমাত্র আপনারা দুইজনই আজ ভ্রমন করছেন?
Are just you two traveling today?

➢ আপনি কি কোনো দাহ্য পদার্থ বহন করছেন?
Are you carrying any flammable material?

➢ আপনার সাথে কি নষ্ট হওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য আছে?
Do you have any perishable food items?

➢ আপনি কি আপনার মালামাল প্যাক করার পর আর আয়ত্তে পেয়েছেন?
Did you have possession of your luggage since you packed?

➢ আপনি কি আপনার মালামাল আদৌ এয়ারপোর্টে অরিক্ষিত রেখে কোথাও গিয়েছিলেন?
Did you leave your luggage unattended at all in the airport?

➢ আপনি কতো গুলো লাগেজ (মালামাল) নিয়ে যাচ্ছেন?
How many luggage are you checking in?

➢ আপনি কি আপনার সাথে কিছু রাখবেন (মালামাল)?
Do you have a carry on?

➢ আপনি কি আপনার ব্যাগটি উপরে এখানে রাখতে পারবেন?
Can you place your bag up here?

➢ আপনি আপনার সাথে কতো গুলো ব্যাগ নিচ্ছেন বহন করার জন্য?
How many carry on bags are you taking with you?

➢ আপনি কি জানালা অথবা পথের সাথের আসনে বসতে পছন্দ করবেন?
Do you prefer window or aisle?

➢ আমি কি জরুরি ভিত্তিতে বহির্গমন দরজার কাছাকাছি কোনো আসন পেতে পারি?
Can I have a seat closest to the emergency exit?

➢ কোন গেটের কথা আপনি বলেছিলেন?
Which gate did you say it was?

➢ গেট নাম্বারটা কতো আরেকবার বলবেন?
What was the gate number again?

➢ আপনি আপনার সাথে কতো গুলো ব্যাগ নিচ্ছেন বহন করার জন্য?
Can you point me towards the gate?

➢ আরেকবার একটু বলবেন আমি কিভাবে গেটের কাছে পৌঁছাব?
How do I get to the gate again?

➢ আমি কিভাবে সি২ গেটে যাবো?
How do I get to gate C2?

➢ সি২ গেট কোথায়?
Where is gate C2?

➢ আপনার সাথে কি আপনার পাসপোর্টটি আছে?
Do you have your passports with you?

➢ হাঁ, এইতো
Yes. Here it is

➢ অবশ্যই। এটা এই পথে ওই কোণায়
Sure. It's that way. Around that corner

➢ আমি কি আপনার পাসপোর্টটি দেখতে পারি, দয়া করে?
May I have your passport, please?

➢ আপনি কি সাথে কোনো ব্যাগ নিচ্ছেন?
Are you checking any bags?

➢ অনুগ্রহ করে বলবেন আমেরিকান এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কটা কোথায়?
Excuse me, where is the American Airlines check-in desk?

➢ টার্মিনাল ৪ কোথায়?
Where is terminal 4?

➢ গেট নাম্বার ৩৬ কোথায়?
Where is gate 36?

➢ কতো গুলো ব্যাগ আমি নিতে পারবো?
How many bags can I check?

➢ ফি (কতো খরচ দিতে হবে) কতো?
How much is the fee?

➢ ফ্লাইট কি ঠিক সময়ে হয়েছে?
Is the flight on time?

➢ আপনি কি নিজেই নিজের ব্যাগ গুছিয়েছেন?
Did you pack your bags yourself?

➢ আপনার মালামাল কি পুরো সময় আপনার সাথেই ছিলো?
Has your luggage been in your possession at all times?

➢ সব কাজ শেষ! আপনার বিমান ভ্রমন শুভ হোক
You’re all set! Have a nice flight

➢ মিয়ামিতে যাওয়ার ফ্লাইট ইউনাইটেড এয়ারলাইন্স ৮৮০ এখন যাত্রী উঠাচ্ছে
United Airlines flight 880 to Miami is now boarding

➢ আমরা সকল যাত্রিকে আমন্ত্রন জানাচ্ছি বিমানে উঠার জন্য
We would now like to invite all passengers to board

➢ দয়া করে আপনার বোর্ডিং পাস এবং পরিচয়পত্র সাথে রাখুন বিমানে উঠার সময়
Please have your boarding pass and identification ready for boarding

➢ আমরা আমাদের ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাস যাত্রীদের বিমানে উঠার জন্য আমন্ত্রন জানাচ্ছি
We would like to invite our first-class and business-class passengers to board

➢ আপনি কি চিকেন না পাস্তা খাবেন?
Would you like chicken or pasta?

➢ আমি চিকেন নিবো
I’ll have the chicken

➢ আমি আমার কাঁধের ব্যাগ কেবিনে নিয়ে এসেছি
I am carrying my backpack into the cabin

➢ ওটা হলে খুব ভালো হয়
That will be very nice

➢ আপনার আসন নাম্বার হচ্ছে ৬ডি
Your seat number is 6D

➢ দয়া করে আপনার ল্যাপটপ ও মোবাইল ফোন নিন এবং এই ট্রেতে রাখুন
Please take out your laptops and mobile phone and put it in this tray

➢ দয়া করে আপনাদের হাত উঠান এবং উঠিয়ে রাখুন যখন আমি আপনারদের পর্যবেক্ষণ করবো
Please raise your hands and keep them raised while I inspect you

➢ আপনার সব ঠিক আছে। এখন যেতে পারেন
You’re cleared to go

➢ আপনার মালামালের ওজন বেশি হয়ে গিয়েছে
Your baggage is overweight

➢ আপনার সাথে বহন করা লাগেজটি একটু বেশি বড় হয়ে গিয়েছে
Your carry-on luggage is too large

➢ আপনার ফ্লাইট বিলম্বিত হয়েছে
Your flight is delayed

➢ আপনার ফ্লাইট বাতিল হয়েছে
Your flight has been cancelled

➢ আপনার টিকেটের মেয়াদ অতিক্রান্ত হয়ে গিয়েছে
Your ticket is expired

➢ আপনাকে অবশ্যই সকল ধরনের খাদ্যদ্রব্য এবং পানীয় ফেলে দিতে হবে
You must dump all food or beverages

➢ আপনার পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়েছে
Your passport is expired

➢ আমি কখন গেটের ওখানে থাকবো?
When should I be at the gate?

➢ বিমানে উঠার গেটটি কোথায়?
Where is the boarding gate?

➢ ওয়াশরুমটি (হাত-মুখ ধোয়ার স্থান) কোথায়?
Where is the washroom?

➢ আমি কি জানালার পাশে আসন পেতে পারি?
Can I get a window seat?

➢ এখানে কোথাও খাওয়ার জায়গা আছে?
Is there somewhere to eat?

➢ আমি কি গেটের ওখানে কফি খেতে পারবো?
Can I get a coffee at the gate?

➢ আমি ট্যাক্সি পেতে পারি কোথায়?
Where can I find a taxi?

➢ বহির্গমন গেটটি কোন দিকে?
Where is the departure gate?

➢ আগমন গেটটি কোথায়?
Where is the arrival gate?

➢ ইউনাইটেড এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কটি কোথায়?
Where is the check-in desk for united airlines?

➢ কিছু মনে না করলে আমি একটা উপকারের জন্য অনুরোধ করতে পারি?
If you don't mind may I ask a favor?

➢ বহির্গমন গেটটি কোন দিকে?
Where is the departure gate?

➢ আগমন গেটটি কোথায়?
Where is the arrival gate?

➢ ইউনাইটেড এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কটি কোথায়?
Where is the check-in desk for united airlines?

➢ কিছু মনে না করলে আমি একটা উপকারের জন্য অনুরোধ করতে পারি?
If you don't mind may I ask a favor?







আমাদের সাথেই থাকুন😍

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top