বিপিএল টি২০ ফরচুন বরিশালকে উড়িয়ে দিলো মিনিস্টার গ্রুপ ঢাকা

0

বিপিএল আসরের এই বছরের খেলাটা জমজমাট হলেও খেলার মাঠে কোনো দর্শক নেই৷ দর্শক থাকলে খেলাটা আরও জমে উঠতে পারত। ওমিক্রন ভাইরাস এর কারণে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে খেলার মাঠে কোনো দর্শক থাকবে না। 



যারা খেলাকে পছন্দ করে তারা ঘরে বসে অনলাইন এর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এ খেলা দেখার সুযোগ রয়েছে। ফরচুন বরিশাল এর অধিনায়ক সাকিব আল হাসান টসে হেরে ব্যাটিং করার সীদ্ধান্তটা দেয় মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ, টসে জিতে ব্যাটিং না করে বিপক্ষে দলের ফরচুন বরিশালকে প্রথমে ব্যাট করতে হবে। 




সাকিব আল হাসান এর দল প্রথমে ব্যাট করতে নেমে পার্টনারশিপ দিতে পারে নাই। ওপেনিং এ জুটিটা ভালো না করলে দলের রানের গতিটা কমে যায়। নাজমুল ইসলাম শান্ত আউট হওয়ার পর ফরচুন বরিশাল এর অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং করতে এসে দলকে বেশ একটা খেলা দেখাতে পারেন নি। দলের হাল সাকিব আল হাসান ও ধরতে না পারাটা একটা ব্যর্থ। 



সাকিব আল হাসান আউট হওয়ার পর দলের অন্যতম খেলোয়াড় গেইল মাঠে ব্যাটিং করার জন্য নামেন তিনি শুরুতে বল খেয়ে ফিট হওয়ার জন্য কিছুক্ষণ থাকেন এরপর তিনি চার ছক্কা মারতে থাকেন। তার ব্যাট থেকে রান আসে ৩৬ তারপর তিনি আউট হয়ে যান। এরপর মাঠে প্রবেশ করেন ডিজে ব্রাভু তিনি ও ভালো ব্যাটিং করেন। ফরচুন বরিশাল তারা সংগ্রহ করে ১২৮ রান তাদের বিপক্ষে দলকে জয়লাভ করতে হলে তারা ১২৯ রান সংগ্রহ করতে হবে। 




মিনিস্টার ঢাকা তারা ব্যাটিং করতে এসে শুরুটা তাদের ব্যাটিং বা ব্যাটার দ্রুত আউট হয়ে যান মাত্র ২১ রানের মিনিস্টার গ্রুপ ঢাকা তারা ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও সুবাগত হোম ভালো একটা ইনিংস খেলেন। সুবাগত হোম আউট হয়ে যাওয়ার পর দলের হার্ট হিটার ব্যাটার এন্ড্রো রাসেল এসে ভালো ব্যাটিং করে তাদের দলকে জয়লাভ করান। খেলাটা শেষ করে এন্ড্রো রাসেল মাঠ থেকে নামেন তারা সংগ্রহ করে মিনিস্টার গ্রুপ ঢাকা ১২৯ রান সংগ্রহ করে জয়লাভ করতে সক্ষম হয় মিনিস্টার গ্রুপ ঢাকা।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top