সিলেট জেলার দর্শনীয় স্থান - ভ্রমণ গাইড - Eshoporibd

0

সিলেট জেলা আমাদের দেশে একটি সুন্দর সৌন্দর্যময় এক জেলা। ইতিহাসের এমন একটা দেশের জন্য আমরা আমাদের দেশে মানুষ যা কোনো না কোনোভাবে কাজ করে আমাদের বৃহত্তর সিলেট জেলাকে এক একটি রাষ্ট্রের মধ্যে তুলে ধরেছে আশা করছি এমন দেশের হয়ে আমরূ যে কোনো জায়গায় গিয়ে পরিচিতি লাভ করে আসতে পারব। এমনকি বিভিন্ন সময় তারা তাদের নামের সাথে তাল মিলিয়ে অনেক ধরনের বা সিলেট জেলার মধ্যে ৪টি বিভাগ থাকার কারণে জেলা এবং উপজেলা থানা ইউনিয়ন সব মিলিয়ে একটা অসাধারণ জেলা।


সিলেটের ঐতিহ্য ধরে তিনি অনেক কিছু শেখার আছে বলে আমি আশা করছি। ওসমানী হাসপাতাল বা আন্তজার্তিক বিমানবন্দর রয়েছে যেখানে আমরা ওসমানী নামে পরিচিতি লাভ করতে পারি। কারণ আমাদের দেশে মানুষ তার জন্য একটি বা মৌলভীবাজার এর শিউলি বাগান এর জন্য সিলেটের পূর্ব বা পশ্চিম রয়েছে আসাম আমাদের সিলেটকে আমরা সোনার দেশ হিসেবে বলতে পারি। বিভিন্ন দেশের সাতে তুলনা করলে আমাদের সিলেট অনেক এগিয়ে। কারণ সিলেটের ঐতিহ্য সৃষ্টি করে এসব ঘটনা ফুটে উঠেছে। সিলেট জেলার মধ্যে ১৫টি বিখ্যাত বা দর্শনীয় স্থান ফুটে উঠেছে। 


সিলেট জেলার ১৫টি বিখ্যাত বা দর্শনীয় স্থানঃ 

১. ভোলাগঞ্জ। 

২. সাদাপাথর৷ 

৩. রাদারকূল৷ 

৪. বিছনাকান্দি৷ 

৫. হযরত শাহজালাল (রঃ) মাজার। 

৬. জাফলং। 

৭. লালাখাল। 

৮. হাকালুকি হাওর। 

৯. হযরত শাহপরান (রঃ) মাজার৷ 

১০. মাধবকুণ্ড জলপ্রপাত। 

১১. মালনি ছাড়া চা বাগান। 

১২. ওসমানী আন্তজার্তিক বিমানবন্দর। 

১৩. ড্রিমল্যান্ড পার্ক। 

১৪. ওসমানী মেডিকেল হাসপাতাল। 

১৫. ক্রীন ব্রিজ৷ 




সিলেট জেলার মধ্যে কয়টি ধাপে জেলার মধ্যে বিভিন্ন ধাপ তুলে ধরা হচ্ছে। কারণ আমাদের দেশে মানুষ তার জন্য একটি বা একাধিক সময় ধরে উপজেলা বা থানার মধ্যে ভারপ্রাপ্ত  একাধিক ধারে অনেক সৌন্দর্য জায়গা তুলে ধরার জন্য আমরা অনেক আশাবাদী। সিলেটের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সাতকরা ছিনার হাড্ডি, বিরানি, শুটকিশিরা, চা এসব হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী খাবার। তার সাথে সুপারি তারা খেতে ভালোবাসে সিলেটের মানুষেরা৷


Read More: ব্রিটিশদের অত্যাচারের ফলে মুসলমানরা যে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছিল

কাজেই আমি মনে করি তার জীবনে বহু সমস্যা থেকে বা আমাদের জীবনের যখন মন খারাপ হয়ে থাকে তখন আমরা বিভিন্ন জায়গা পর্যটন করে মন ভালো করার চেষ্টা করি। জাফলং এর বর্ডারে রয়েছে নিকটবর্তী দেশ ভারত। সেখানে দেখা যায় বিভিন্ন সময় মানুষ যাতায়াতের জন্য গাড়ি ব্যবহার করে যাতায়াত করা শুরু করে। আমাদের মনোরম পরিবেশে বাংলাদেশের সিলেটের ঐতিহ্যবাহী জায়গা যেখানে গিয়ে তারা তাদের মনের আবেগ পরিপূর্ণ করতে পারে। 

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top