মৃত্যু নিয়ে উক্তি - স্ট্যাটাস - ক্যাপশন ও কবিতা - EshoPoriBD

0

মৃত্যু আমাদের সবার জন্য আছে ধনী গরিব সবাইকে মৃত্যুবরণ করতে হবে। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে মানুষের জীবনে  যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন সবাইকে ভালো কাজ করতে হবে কারণ আপনার মৃত্যু কখন আসবে কেউ জানবে না তাই আপনাকে খারাপ কাজ থেকে বিরত। 


নিজের মৃত্যু নিয়ে স্ট্যাটাস

মৃত্যু একটা আমাদের সবার জন্য উপহার যতদিন মানুষের মাঝে থাকবেন আপনারা চেষ্টা করবেন গরিব মানুষের পাশে দাঁড়াবেন তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন। কারণ গরিব ধনী মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবে না এই স্বাদ সবাইকে গ্রহণ  করতে হবে মৃত্যু স্বাদ সকল প্রাণীদের গ্রহণ করা উচিত তাই আপনারা সবার কাছ থেকে ভালো কাজ করার চেষ্টা করবেন। 


প্রিয়জনের মৃত্যু নিয়ে স্ট্যাটাস

মৃত্যু কি সহজ কি নিঃশব্দে 

আসে অথচ চিরকালই 

জীবন নিয়ে গর্ব করা যায়। 

মৃত্যু সবথেকে বড় ক্ষতি 

নয়, বড় ক্ষতি হয় তখনই

যখন কেউ বেঁচে আছে 

থেকেও মনে মনে মারা 

            যায়। 




আমার মৃত্যুকালে তোমাকে যে

কথাটা বলিব মনে করিয়াছিলাম, 

আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। 

আজ মনে হইতেছে 

তুমি আমাকে যত শান্তি দাও না 

কেন আমি বহন করিতে পারিব। 


ভালোবাসা আর মৃত্যু দুটোই 

নিমন্ত্রণ বিহীন অতিথি, 

একজন এসে নিয়ে যায় মন 

আর একজন এসে নিয়ে যায় জীবন। 


জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ 

            হচ্ছে মৃত্যু, 

হটাৎই একদিন এসে সবাইকে 

        চমকে দিবে। 



আমার মৃত্যু হয়নি এখনো 

   কিন্তু আমার চাওয়া পাওয়া 

  গুলোর মৃত্যু হয়ে গেছে! 


         মৃত্যুর খবর

আমার মৃত্যুর খবর পেলে 

আমার কবিতাগুলো পুড়িয়ে ফেলো:

যা বেঁচে আছে তোমার মনের মাঝে, 

সব ভুলে নতুন করে শুরু করো 


মৃত্যু যন্ত্রণার চেয়ে বিরহের 

   যন্ত্রণা যে কতো কঠিন, 

কতো ভয়ানক তা একমাত্র 

ভুক্তভুগিই অনুভব করতে 

           পারে। 


জীবন হেরে যায় মৃত্যুর কাছে 

সুখ হেরে যায় দুঃখের কাছে 

      ভালোবাসা হেরে যায় 

         অভিনয়ের কাছে 

      আর বন্ধুত্ব হেরে যায় 

       অহংকারের কাছে। 


যারা মৃত্যুকে বেশি করে 

স্মরণ করে ও মৃত্যু পরবর্তী 

জীবনের জন্য উত্তমরূপে

প্রস্তুতি  গ্রহণ করে তারাই 

হল সর্বাধিক বুদ্ধিমান। 


প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ 

করবে। আমি তোমাদের ভালো 

ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা 

করি। আর আমারই কাছে 

তোমাদের ফিরে আসতে হবে। 


মৃত্যু মুসলমানদের নিকট

উপহার স্বরূপ মৃত্যু 

ব্যক্তির দিকে সর্বদা স্মরণ 

করিও, তাদের গুনগান 

করিও এবং তাদের সম্বন্ধে 

মন্দ বাক্য বলিও না। আল হাদিস 

ভাইয়ের মৃত্যু নিয়ে স্ট্যাটাস

আজ আছি আমি হয়তো 

রবনা কাল চলে যেতে হবে 

ছিঁড়ে ফেলে মায়াজাল 

জানি তবু এই দুনয়ন ভরে জলে 

হয়তো পৃথিবী স্নেহময়ী মা বলে। 

চাচার মৃত্যু নিয়ে স্ট্যাটাস

আমার কাছে এটা কোন বিষয় নয় 

যে আমি কোথায় মরতে যাচ্ছি 

এবং কিভাবে যালিমরা আমার 

মৃত্যুর দেবে আমিতো এতেই সন্তুষ্ট 

যে আমি আল্লাহর একজন অনুগত 

বান্দা হিসাবে শাহাদতের পেয়ালা 

            পান করতে যাচ্ছি। 



মামার মৃত্যু নিয়ে স্ট্যাটাস

গরিব মানুষের জীবন আসলে খুব অল্প সময়ে পৃথিবীতে তাদের বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যায় তাদের জীবনযাপন করার জন্য মানবজীবনে তারা অনেক পরিশ্রম করে তারা পাশাপাশি একটু সুখের জন্য তারা জানে তাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। আর ধনী মানুষের জীবনে আসলে অনেক দুঃখ কষ্ট থাকে না তারা মনে করে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না সবাইকে সাদা কাপড় পড়ে তিন  হাত মাটির নিচে যেতে হবে।


মৃত্যু নিয়ে উক্তি হিন্দু

তাই এই দুনিয়াতে আমরা সবসময় চিন্তা করতে হবে মৃত্যু আমাদের সাথে রয়েছে আমরা আল্লাহর যে কাজ দিয়েছেন মরার পর যে কাজের হিসাব নিবেন আমরা সেই কাজ প্রথমে করব।  কারণ দুনিয়া কিছুই না আপনি নিজেও জানবে না হঠাৎ আপনার মৃত্যুর ডাক চলে আসবে তখন আল্লাহর কাজ করতে পারবেন না। 


অকাল মৃত্যু নিয়ে স্ট্যাটাস

তাই মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর রাস্তায় চলে আসেন সকল কাজ পরিহার করে ভালো কাজে এগিয়ে যান আল্লাহ যে বিধি নিষেধ দিয়েছেন সেই নিয়ম কানুন অব্যশই মানব। আমাদের সবার সাথে মৃত্যু নামক জীবনিসটা সব সময় ঘোরাঘুরি করে তাই আপনাদের উচিত প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবেন সবাইকে মৃত্যুর কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top