সমাজ নিয়ে বাণী উক্তি স্ট্যাটাস কিছু কথা।

0

সমাজ হলো এমন একটা পরিস্থিতির জায়গা যেখানে আপনি ভালো কাজ করলে আপনার সাথে মিলেমিশে থাকবে। এবং দেখা যাবে যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন তখন আজকাল সমাজে ন্যায় বিচার হয় না দেখা যাবে অনেক সময় আপনি অন্যায় করেও ন্যায় হয়ে গেছেন। আজকাল বেশিরভাগ সময় এটা ঘটে থাকে যাদের টাকা পয়সা রয়েছে যাদের অর্থ সার্মথ্য আছ তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাদেরকে উচ্চ সম্মান দেওয়া হয়ে থাকে কারণ তাদের ব্যবহার যত বড় বা মুখের ব্যবহার যতোই খারাপ হোক না কেনও দেখা যাবে তাদের সমাজে সবাই সম্মান দিয়ে থাকে আশা করা যায় জীবনে এই সমাজ কও করবে তার কোনো হিসাব নেই। 



আজকাল সমাজে বসবাস করতে হলে আপনি অন্যায়কে ন্যায় মেনে নিতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের সমাজে এখন বর্তমান সময়ে দেখা যায় আপনি যদি তিনদিন না খেয়ে থাকেন তাহলে কেউ আপনার খোঁজ নিবে না আর যদি একটা অন্যায় কারো সাথে করে বসেন তাহলে দেখা যাবে এটা নিয়ে সবাই সমালোচনা করবে। কারণ তাদের কাজ হচ্ছে এই ছোট ও একটা বিষয়কে কীভাবে সবার সামনে তোলে ধরা যায় এবং শেষ পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিষয়টা সবার একত্রে শেষ করে দিবে। আজকাল সমাজ আর সমাজ হিসেবে রইল না কারণ এখন দেখা যায় টাকা দিয়ে সমাজে সবাই বিচার বসাবে টাকা দিলে সমাজে ভালো মানুষের কোনো অভাব হয় না।




শিক্ষকের জীবনের থেকে চোর

চোরাচালানি দারোগার জীবন

অনেক আকর্ষণীয়। এ সমাজ

শিক্ষক চায় না চোর

চোরাচালানি দারোগা চায়।




আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না

আদর্শ মানুষ ডিসটিনড ওয়াটারের মত

স্বাদহীন সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে

যারা ডিসটিনড ওয়াটার নয় কোকাকোলা ও

পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।

বাঙালি একশো ভাগ সৎ হবে

এমন আশা করা অন্যায় চল্লিশ ভাগ সৎ

হলেই বাঙালিকে পুরষ্কার দেয়া উচিত।




জনপ্রিয়তা হচ্ছে নেমে

যাওয়ার সিঁড়ি অনেকেই

আজকাল জনপ্রিয়তার

পথ নেমে যাচ্ছে।

  



পুরনো বন্ধু হলো সোনা

   নতুন বন্ধু হলো বীর

তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো

  বন্ধুকে ভুলে যেওনা।

মনে রেখো সোনা দিয়েই আংটিতে

  হীরেকে ধরে রাখতে হয়।



তাই এই সমাজে আপনাকে ঠিক থাকতে হলে আগে আপনাকে টাকা ইনকাম করতে হবে কারণ টাকা থাকলে এই সমাজে আপনার পাওয়ার অনেক বেশি থাকবে। তাই যখন আপনি কোনো কারণে কোনো ভুল করে থাকেন এই সমাজে কারো সাথে তাহলে দেখবেন টাকা দিয়ে সহজেই আপনি ভুল করে থাকলেও এটা সঠিক হয়ে যাবে। কারণ সবার সামনে আগে টাকা থাকতে হবে সমাজে সমাজ আর সমাজ নয় টাকার কারণে আজ সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। 



কি করবেন সেটা যদি আপনি উদ্বিগ্ন না হয়ে ভালো পথে থাকেন তাহলে আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন তাই এখন থেকে প্রথমে যে টার্গেট নিয়ে উক্তি বজায় ধরে রাখবেন তার মূল কারণ সবার সমাজ এক নয় এটা ঠিক আছে। আসলে টাকা দিয়ে সমাজ কেনা যায় আবার সমাজ বিক্রি করে সকল ধরণের কাজে ব্যস্ত থাকতে পারবেন। তাই এই ধরণের সকল তথ্য অনুযায়ী তোলে ধরা যাবে না সমাজের মানুষ এখন ভালো পথে থাকে না সবাই সবারটা দিয়ে সকল ধরণের কাজে লেগে থাকে।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top