নতুন বছরের শুভেচ্ছা আর কিছুদিন পর চলে আসবে নতুন বছর আর এই বছর নিয়ে আপনাদের জন্য কিছু এসএমএস স্ট্যাটাস নিয়ে এসেছি। তবে নতুন বছর আমাদের আপনাদের জন্য অনেক সুখবর সুখের একটি দিন আর এই দিনে সবাই নিজের মতো করে দিনটি উৎযাপন করে থাকে অনেকেই নিজের পছন্দের মানুষের কাছে এসএমএস পাঠিয়ে নতুন বছরের শুভেচ্ছা পাঠায়।
নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস কিছু কথা ২০২৩
নতুন বছর মানে অতীতের সবকিছু ভুলে নতুন করে সবকিছু আবার নতুন করে সাজিয়ে নতুন বছরে সবকিছুকে মিলিয়ে আদান প্রদান করা আর এই দিনে আমরা সবার সাথে ভালো ব্যবহার করে থাকি সবার এতে হাসি খুশি থাকার চেষ্টা করি কারণ নতুন বছর বারবার আসে না।
মাত্র একটি দিনের বিনিময়ে সবার কাছে আদান প্রদান করা প্রিয় মানুষের সাথে এই দিনটি ভাগাভাগি করে নেওয়াই হচ্ছে নতুন বছরের বার্তা তাই আমাদের মূল কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য নতুন বছরের প্রথম দিনটি যথেষ্ট তাই সবার সাথে ভাগাভাগি করে নতুন বছরের দিনটি আনন্দ করে কাটিয়ে দিতে চাই।
Happy New Year Status Bangla 2023
কথার শেষে নতুন বেশে
আছে কোন ভেলা আনন্দে
ভেসে
নতুন বছর আসছে প্রকৃতির
মাঝে।
তাই তো মন সেজেছে রঙিন
বেশে।
হ্যাপি নিউ ইয়ার।
তোমার জন্য সকাল দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ
সব রজনীগন্ধা
তোমার জন্য সব সুর
তোমার জন্য ছন্দ
নতুন বছর
বয়ে আনুক হাজারো আনন্দ।
একটি নতুন সকাল কিছু সুন্দর
স্বপ্ন
এক মুঠো সাদা মেঘ কিছু মিষ্টি
অনুভূতি,
আর কিছু স্বপ্নিল সৃষ্টি, এই নিয়ে
শুরু হোক আগামির দিন।
হ্যাপি নিউ ইয়ার।
আকাশের জন্য নীলিমা
চাঁদের জন্য পূর্ণিমা
পাহাড়ের জন্য ঝর্ণা
নদীর জন্য মোহনা
আর তোমার জন্য রইলো
নতুন বছরের শুভ কামনা।
নতুন বছরের পূর্ণ প্রভাতে
ভরে উঠুক তোমার জীবন
পাখিদের আনন্দ কলতানে।
হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছর আসুক নিয়ে
অনেক অনেক খুশি,
সেই খুশিতেই হৃদয় ভরুক
মাতৃক বিশ্ববাসী।
তোমরা সবাই ভালো থাকো
এই কামনা করি,
নতুন বছরের শুভেচ্ছা ছাড়া
আর কিবা দিতে পারি
হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছর মানে বর্তমান সময়টাকে সবার সাথে আনন্দ উৎযাপনের মাধ্যমে নতুন বছরকে মাত্র কিছু ঘন্টা সবার সাথে ভালোভাবে উৎযাপন করার নামই হচ্ছে নতুন বছরের পহেলা দিন আর দিনে নতুন জামা পরে নতুন পোশাক পরে সবার সাথে দেখা করার মজা আলাদা। বন্ধুবান্ধব সবার সাথে নতুন জামা পরে একসাথে আড্ডা দেওয়া একসাথে ঘোরাঘোরি করে ফুসকা খাওয়া ভালো কোনো একটি জায়গায় বন্ধুবান্ধবের সাথে আনন্দ করে দিনটি নতুন করে উৎযাপন করার নামই হচ্ছে নতুন বছর।
আর এই নতুন বছরে নতুন দিনে নতুন করে সকল কষ্ট ভুলে গিয়ে নতুন বছরের দিনটি সবার সাথে আমরা ভাগাভাগি করার চেষ্টা করব। এতে করে আমাদের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস সকল কিছু নতুন বছরে সফলতা অর্জন করবে তাই এই দিনটি সবার এতে ভালোভাবে উৎযাপন করার চেষ্টা করব।নতুন বছরের শুভেচ্ছা সবার মাঝে ছড়িয়ে দিতে কিছু স্ট্যাটাস দেওয়া হয়েছে।